সলঙ্গায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৪-০৮-২০২৩ ০৯:০০ অপরাহ্ন
সলঙ্গায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
জি,এম স্বপ্না : আজ বুধবার (২৩ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সলঙ্গা থানার বাসুদেবকোল দক্ষিণ পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ২ শিশুরা হলো, আপন চাচাতো ভাই। বাসুদেবকোল দক্ষিণ পাড়ার আব্দুল করিমের ছেলে শিহাব (৭) ও তার চাচাতো ভাই লাবুর ছেলে অনিক (৭)। পারিবারিক সুত্রে জানা যায়, বিকেলে শিশু শিহাব ও অনিক বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা অবস্থায় অসাবধানতা বসত পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাদের ২জনকেই মৃত ঘোষনা করেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-০৮-২০২৩ ০৯:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 524 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com