ভালো কাজের পুরস্কার পেলেন টিম কাজিপুর থানা
০২ নভেম্বর, ২০২৫ ০২:১৬ পূর্বাহ্ন

  

ভালো কাজের পুরস্কার পেলেন টিম কাজিপুর থানা

আব্দুল জলিল
২৩-০৮-২০২৩ ০১:১০ অপরাহ্ন
ভালো কাজের পুরস্কার পেলেন টিম কাজিপুর থানা
কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা পুলিশের জুলাই মাসের সেরার পুরস্কার পেয়েছে টিম কাজিপুর থানা। মঙ্গলবার জেলা পুলিশের বিশেষ সভায় জুলাই মাসের আইন শৃংখলা পরিস্থিতি, অপরাধ দমণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলকরণসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আসামী গ্রেপ্তার এবং সেই মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেবার মতো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পান কাজিপুর থানা টিম। সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার) পিপিএম (বার)টিম কাজিপুর থানাকে সেরার ঘোষণা দেন। একইসাথে ব্যক্তিগত সেবার পুরস্কার পান কাজিপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও আব্দুল মতিন। পুলিশ সুপার কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমদার দত্ত পি্পিএম এর হাতে সেরার পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, গত জুন এবং জুলাই মাসে কাজিপুর থানা পুলিশ মোট ১৯ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। প্রক্রিয়া শেষে চোরাই মোটর সাইকেলগুলো প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিয়ে সেবার অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করে কাজিপুর থানা পুলিশ। এ নিয়ে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

আব্দুল জলিল ২৩-০৮-২০২৩ ০১:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 265 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com