কাজিপুরের ইউএনও নামলেন খেলার মাঠ পরিস্কারের কাজে
১৩ অক্টোবর, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন

  

কাজিপুরের ইউএনও নামলেন খেলার মাঠ পরিস্কারের কাজে

আব্দুল জলিল
২০-০৮-২০২৩ ১০:২৮ অপরাহ্ন
কাজিপুরের ইউএনও নামলেন খেলার মাঠ পরিস্কারের কাজে
কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ম্যাজেন্ডা রংঙের পরিচিত গাড়ি মাঠের একপাশে রেখে নেমে পড়লেন বিশাল খেলার মাঠের ময়লা আবর্জনা পরিস্কারের কাজে। এসময় তার দেখাদেখি ওই মাঠে ফুটবল খেরার প্রুস্ততিরত খেলোয়ারেরাও তার সাথে হাত মিলিয়ে মাঠ পরিস্কারের কাজে লেগে যান। এই ঘটনা মাঠের পাশে রাস্তার দাঁড়িয়ে পথচারীরা দেখে অবাক! শনিবার বিকেলে কাজিপুর উপজেলার সোনামুখী খেলার মাঠ পরিস্কার করছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এর আগে ইউএনও সোনামুখী বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন। এরপরেই তিনি মাঠে যান। এসময় মাঠে ময়লা অবর্জনা দেখে তিনি তা পরিস্কার করার কাজে লেগে যান। ইউএনও সুখময় সরকার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুধু অর্থদন্ডই মূল কাজ না, মানুষকে সচেতন করাই এর লক্ষ্য । একইসাথে খেলার মাঠের দিকে তাকিয়ে দেখি প্রচুর কাগজ, ঠোঙ্গা, বাদামের খোসা, কলার খোসা পড়ে রয়েছে। তাই নিজেই তা পরিস্কার করতে শুরু করি। পরে একদল খেলোযার এসে তারাও পরিস্কার কাজে হাত দেয়। ফুটবল খেলোযার আক্তার হোসেন জানান, ইউএনও স্যার যখন ময়লা কুড়াচ্ছে আমরাও সাথে এসে যোগ দেই। উনি আমাদের একটা ভালো শিক্ষা দিলেন। #

আব্দুল জলিল ২০-০৮-২০২৩ ১০:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 250 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com