কাজিপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
৩০ এপ্রিল, ২০২৫ ০৬:০৭ পূর্বাহ্ন

  

কাজিপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

আব্দুল জলিল
২০-০৮-২০২৩ ০৫:১৭ অপরাহ্ন
কাজিপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) বেলা এগারটায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর নিউ লাইফ কিন্ডারগান্টেন এ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কেএম, নজরুল ইসলাম। দশদিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার  ও  ভিডিপি কর্মকর্তা শাহ আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল। অন্যদের মধ্যে সংগঠনটির উপজেলা প্রশিক্ষিকা ফাতেমা খাতুন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সোনার উদ্দিন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সোনামুখী ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ প্রশিক্ষনার্থী অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মূলত সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রামের বেকার যুবক ও যুবতীদের  একইসাথে সরকারি  দায়িত্ব পালন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  দশদিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ অফিস, কাজিপুর থানা, কৃষি অফিস, সমাজসেবা, মৎস্য অফিসের কর্মকর্তারা অংশ নেবেন। #


আব্দুল জলিল ২০-০৮-২০২৩ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com