শিরোনামঃ
![]() ১৭-০৮-২০২৩ ০৫:২৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরের নির্ধারিত ১০ টি স্থানে পোণামাছ অবমুক্তিকরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দুবলাই প্লাবণভূমিতে পোণামাছ অবমুক্ত করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার সোনামুখী, গান্ধাইল, কাজিপুর পৌরসভা, মাইজবাড়ী ও চরগিরিশ ইউনিয়নে তিনশত ৫৭ কেজি পোণামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্তকরণে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার শাহীনুর আলম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও আয়োজনের সভাপতি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এবং উপজেলা মৎস্য অফিসার (চলতি দায়িত্ব) হাসান মাহমুমুল হক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com