অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ যুব ও যুব মহিলাকে ঋণ প্রদান
১৩ অক্টোবর, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন

  

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ যুব ও যুব মহিলাকে ঋণ প্রদান

আব্দুল জলিল
১৫-০৮-২০২৩ ০৭:০১ অপরাহ্ন
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ যুব ও যুব মহিলাকে ঋণ প্রদান

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরের ৪৩ জন অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাকে যুব ঋণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত শোকসভায় এ ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

কাজিপুর উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বাছাইকৃত মোট ৪৩ জন অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের এ ঋণ প্রদান করা হয়েছে। সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। এদিন মোট ১৯ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।ঋণ গ্রহিতা উপজেলার স্থরবাড়ি গ্রামের নাসিম তালুকদার বলেন, 'আমি ৪০ টাকা ঋণ নিয়েছি। এ টাকা দিয়ে পোল্ট্রি মুরগির খামার শুরু করবো। আশা করছি একদিন আমি বড় খামারি হবো।'আরেক ঋণ গ্রহিতা মৎস্যচাষি নূরনবী বলেন, 'আমি এর আগে ঋণ নিয়ে মৎস্য চাষ শুরু করেছি। এবার তৃতীয়ধাপে ঋণ নিলাম। খামারটা একটু বড় করবো। মৎস্য চাষে আমার কর্মসংস্থান হয়েছে। আমি ভালোই টাকা আয় করতে পারছি।'

কাজিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আযাদ বলেন, 'শোক দিবস উপলক্ষ্যে যুব ও যুব মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্যই এ ঋণ প্রদান করা হয়েছে। ঋণ পেয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আত্মকর্মসংস্থান তৈরি হয়েছে।


আব্দুল জলিল ১৫-০৮-২০২৩ ০৭:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 220 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com