প্রসংশায় ভাসছেন কাজিপুর থানা পুলিশ- হারানো মোটরসাইকেল ফিরে পাওয়ায় শ্যালক দুলাভাইয়ের সম্পর্কও টিকে রইলো
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন

  

প্রসংশায় ভাসছেন কাজিপুর থানা পুলিশ- হারানো মোটরসাইকেল ফিরে পাওয়ায় শ্যালক দুলাভাইয়ের সম্পর্কও টিকে রইলো

আব্দুল জলিল
১৩-০৮-২০২৩ ১০:১৭ অপরাহ্ন
প্রসংশায় ভাসছেন কাজিপুর থানা পুলিশ- হারানো মোটরসাইকেল ফিরে পাওয়ায় শ্যালক দুলাভাইয়ের সম্পর্কও টিকে রইলো

স্টাফ রিপোর্টারঃ বিয়ের পরে নতুন একটি পালসার মোটরসাইকেল উপহার পেয়েছিলেন নতুন জামাই সাখাওয়াত হোসেন। কিন্তু বিধি বাম। তার শ্যালক সাগর ওই মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বেরোয়। নিজ বাড়ির সামনে রেখে তিনি একটু দূরে যান কাজে। একটু পরে এসে দেখেন সেই মোটরসাইকেলটি আর সেখানে নেই। এ নিয়ে দুলাভাই শ্যালকের মনের কষ্টের সাথে সাথে তাদের মধ্যে দুরত্বও বাড়তে থাকে।এ বিষয়ে সাখাওয়াত নিজ থানার বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। তখন থেকে ওই গাড়ির আর কোন হদিস মিলছিলো না। এরপর কাজিপুর থানা পুলিশের ফোন পেয়ে মহাখুশিতে দুলাভাই সাখাওয়াত হোসেন তার শ্যালককে সাথে নিয়ে রবিবার কাজিপুর থানায় আসেন। নিজের শখের মোটরসাইকেলটি দেখে দুলাইভাই আর শ্যালক দুরত্ব ঘুচিয়ে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। কাগজপত্র দেখিয়ে প্রিয় মোটরসাইকেলটি নিয়ে তারা কাজিপুর থানা ত্যাগ করেন। একইদিনে কাজিপুর থানা পৃলিশের উদ্ধার করা আরও একটি পালসার ও  আরটিআর মোটর সাইকেল প্রকৃত মালিকগণ এসে নিয়ে যান। তারা হলেন নাটোর জেলার গোকুলনগর বিলহাসাগ্রামের আয়নাল হক ওরফে আরিফ। তার মোটরসাইকেরটি ২০২১ সালে হারিয়েছিলো। হারানো মোটরসাইকেল ফেরত পাওয়া অপর ভাগ্যবান হলেন সাইদুল ইসলাম। তার বাড়ি নাটোর সদর থানার বড়হরিষাপুর গ্রামে।    

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, ১৯ টি বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেল আমরা উদ্ধার করে সামাজিক মাধ্যমে ছবিসহ পোস্ট দিয়েছি। অনেকে এটা দেখে আসছে। আবার আমরা বিআরটিএতে ফোন করে প্রকৃত মালিককে খবর দিয়ে নিয়ে এসে গাড়িগুলো তাদের হাতে তুলে দিচ্ছি। 


আব্দুল জলিল ১৩-০৮-২০২৩ ১০:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 494 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com