রায়গঞ্জ তাড়াশে সাধারণ মানুষের কাতারে মিশে গিয়ে ডেঙ্গুবিরোধী প্রচারণায় কৃষিবিদ সাখাওয়াত সুইট
১৩ অক্টোবর, ২০২৫ ০৬:১৮ অপরাহ্ন

  

রায়গঞ্জ তাড়াশে সাধারণ মানুষের কাতারে মিশে গিয়ে ডেঙ্গুবিরোধী প্রচারণায় কৃষিবিদ সাখাওয়াত সুইট

আব্দুল জলিল
১৩-০৮-২০২৩ ০৫:০৮ অপরাহ্ন
রায়গঞ্জ তাড়াশে সাধারণ মানুষের কাতারে মিশে গিয়ে ডেঙ্গুবিরোধী প্রচারণায় কৃষিবিদ সাখাওয়াত সুইট

স্টাফ রিপোর্টারঃ

দেশব্যাপী ডেঙ্গুমশার প্রাদুর্ভাব থেকে সাধারণ খেটে খাওয়া মানুষদের সচেতন ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রি বিতরণের কাজ করছেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন সুইট। শনিবার দিনভর তিনি  সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার মেঠোপথে, স্থানীয় হাট-বাজারে, পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন। এসময় তিনি  ডেঙ্গু মশা প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে  নিজের অর্থায়ণে একটি করে ম্যাজিক মশারী বিতরণ করেন। 

সুইট প্রথমে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা,ষোল মাইল, ধামাইনগর এবয় পরে তাড়াশ উপজেলার কাটাগাড়ী,মাঝদক্ষিনা, ভূগোলম্যান,বারুহাস,বিনোদপুর,বস্তুলও মহিষলুটি এলাকার মানুষের মাঝে  ডেঙ্গু মমা চেনার উপায়, এর বিস্তার, ভয়াবহতা তুলে ধরে এ সম্পর্কে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। একইসাথে এসব মশারী বিতরণ ও কৃষকদের মাঝে কৃষি বিষয়ের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সে সম্পর্কে নানদিক তুলে ধরেন।  

এসময় কেন্দ্রীয় কৃষকলীগের সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি সহ কেন্দ্রীয়,স্থানীয় কৃষকলীগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। 

প্রচারণার এক পরর‌্র্যায় তাড়াশ উপজেলার ভোগণম্যান বাজারে লিফলেট বিতরণকালে উপস্থিত সাংবাদিকদের কৃষিবিদ আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন সুইট জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে তৃর্ণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে আমার নিজ উদ্যোগে  মশারী বিতরণ করছি। সেই সাথে এই আসনের বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ করছি। তিনি আরও জানান, কৃষিক্ষেত্রে যে পরিমাণ অগ্রগতি আমাদের হয়েছে তার কোন প্রচারণা সঠিকভাবে এখনো হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে আমি এই দুই উপজেলার ৩০ হাজার অনাবাদী জমির জলাবদ্ধা দূর করার ব্যবস্থা করেছি। যেখানে আগে এক ফসল হতো এখন সেসব জমিতে তিন ফসল ফলছে। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র চাওয়া।সারা দেশের কৃষক ভালো থাকলে এগিয়ে যাবে দেশ- একজন কৃষিবিদ হিসেবে এই বিশ্বাস আমিও করি। আর করি বলেই সামাজিক সচেতনতামূলক প্রচারণার সাথে কৃষির অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশের নানা অর্জনকে জনগণের মাঝে তুলে ধরছি। এমনি করেই সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনের পথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলতে চাই।রায়গঞ্জ-তাড়াশের মানুষের ভাগ্যের উন্নয়নের অংশীজণ হতে সামনের পথে মাননীয় প্রধানমন্ত্রীর আশির্বাদ চাই।  


আব্দুল জলিল ১৩-০৮-২০২৩ ০৫:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com