হারানো মোটর সাইকেল পেয়ে যা বললেন নীলফামারীর হাবিবুর
০১ ডিসেম্বর, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ন

  

হারানো মোটর সাইকেল পেয়ে যা বললেন নীলফামারীর হাবিবুর

আব্দুল জলিল
১০-০৮-২০২৩ ০৬:১৯ অপরাহ্ন
হারানো মোটর সাইকেল পেয়ে যা বললেন নীলফামারীর হাবিবুর

স্টাফ রিপোর্টারঃ নিজবাড়ির নিচতলায় ১৫০ সিসি পালসার মোটরবাইকটি রেখে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন নীলফামারী জেলার সৈয়দপুর থানার বাঙালিপুর নিচুপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের পুত্র হাবিবুর রহমান(৪০)। সকালে উঠে দেখেন তারা প্রিয় মোটরসাইকেলটি যথাস্থানে নেই। চারিদিকে খোঁজাখুঁজি চলতে থাকে কয়েকদিন। না পেয়ে শেষে সৈয়দপুর থানায় একটি হারানো জিডি করেন হাবিবুর।

 গত বুধবার সকালে কাজিপুর থানা পুলিশ তাকে ফোন করে মোটরবাইকের বিষয়ে বিস্তারিত জানান। এরপর তখনই তিনি রওনা দিয়ে কাজিপুরে চলে আসেন। বিকেলে তিনি তার প্রিয় বাইকটির কাগজপত্র থানা পুলিশকে দেখিয়ে গাড়িটি ফিরে পান।

 তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুর জানান, কাজিপুর থানা পুলিশের ফোন পেয়ে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। এও কি সম্ভব! যার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, আজ সেই গাড়িটি আমি কাজিপুর থানা পুলিশের কল্যাণে ফিরে পেলাম। এজন্যে আল্লাহ ও কাজিপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গত দুইসামে আমরা যে কয়েকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি এটি তার একটি। প্রকৃত মালিকের হাতে মোটরবাইকটি তুলে দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।


আব্দুল জলিল ১০-০৮-২০২৩ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 104 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com