দেশব্যাপী গৃহপ্রদান অনুষ্ঠান উপলক্ষে কাজিপুরে আশ্রয়ণের দুইশ বাসিন্দা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
১৩ অক্টোবর, ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন

  

দেশব্যাপী গৃহপ্রদান অনুষ্ঠান উপলক্ষে কাজিপুরে আশ্রয়ণের দুইশ বাসিন্দা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

আব্দুল জলিল
০৯-০৮-২০২৩ ০৪:১৪ অপরাহ্ন
দেশব্যাপী গৃহপ্রদান অনুষ্ঠান উপলক্ষে কাজিপুরে আশ্রয়ণের দুইশ বাসিন্দা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আশ্রয়ণের বাসিন্দা দুইশ পরিবার পেলেন মাননীয় প্রধান মন্ত্রীর উপহার। বুধবার সকাল দশটায় দেশব্যাপী একাযোগ ২২ হাজার১০১ টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমিসহ ঘর প্রদান অনুষ্ঠান উপলক্ষে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানশেষে এই উপহার মাঝে বিতরণ করা হয়। কাজিপুর উপজেলা গত ২২ মার্চ গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হলেও দেশব্যাপী চতুর্থবার ঘর প্রদানের দ্বিতীয় ধাপের অনুষ্ঠান উপভোগ করতে আশ্রয়ণবাসিগণ উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হন।

পরে তাদের মাঝে মামনীয় প্রধানমন্ত্রীর উপহার দশকেজি চাল, দুই কেজি ডাল ও এক কেজি তেল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি)কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, ইএলও দিদারুল আহসান, ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান, সাংবাদিক ও সহকারি অ্ধ্যাপক আবদুল জলিল।


আব্দুল জলিল ০৯-০৮-২০২৩ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com