শিরোনামঃ
![]() ০৮-০৮-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন |
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্চের কাজিপুরে স্থানীয় আ.লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাত আটটায় এই মারামারির ঘটনা ঘটেছে উপজেলা চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের মগবাজার এলাকায়। এই ঘটনায় উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি স্কুল শিক্ষক আব্দুর রহিম সরকার(৫২) ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল হক(৪৮)কে রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কঝে হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। আহত অন্যরা হলেন ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সহসভাপতি জহুরুল ইসলাম জহু মন্ডল(৪৭), ওয়ার্ড আওয়ামলীলীগ নেতা মুকুল মাস্টার(৫২), ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার(৪০) ও সোহান সরকার(২৩)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উত্তর রেহাইশুড়িবেড় গ্ৰামের মৃত আফজাল সরকারের ছেলে আব্দুর রহিম সরকার (৫২) নাটুয়ারপাড়া হাট, নৌকা ঘাট ও সামাজিক বিচার ব্যবস্থায় নেতৃত্ব দিয়ে আসছেন। তারই অনুসারী নাটুয়ারপাড়া গ্ৰামের রইজ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম মন্ডল (জহু) মন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। সাম্প্রতিক সময়ে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয়ে এই দুই নেতার মতের মিল হচ্ছিল না। দুজনের মধ্যে মনকষাকষি চলে আসছিলো।
এই অবস্থায় সোমবার রাতে নাটুয়ারপাড়ার মগবাজার এলাকায় জহুরুল ইসলাম ওরফে জহুকে একা পেয়ে রহিমের লোকজন তাকে মারধোর করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জহুর লোকজন পৌঁছালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় জহুর লোকজনের হাতে রহিম ও তার অনুসারী বিলসুন্দর গ্ৰামের ফজলুল হক (৪০), সহ অন্যরা আহত হন।
কাজিপুর উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নাটুয়ারপাড়া গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। শিঘ্রই তাদের নিয়ে বসবো।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে জানান, এ বিষয়ে কেউই অভিযোগ দেয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com