শিরোনামঃ
![]() ০৭-০৮-২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন |
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জনেনেত্রী শেখ হাসিনা চতুর্থ পর্যায়ের (২য়ধাপে) উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করতে যাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এতে সভাপতিত্ব করেন। তিনি সাংবাদিকদের আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ বিষয়ে এক লিখিত বক্তব্য উপস্থাপন করেন।পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ইউএনও উল্লেখ করেন ৪র্থ পর্যায়ে সারাদেশে ২২ হাজার ৩৩৪ টি ঘরের চাবি হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও জানান ইতোমধ্যে কাজিপুরকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মোট ৩৭২ টি পরিবার আশ্রয়ন প্রকল্পের ঘরে বাস করছেন। অনুষ্ঠানে উপজেলা ভা্ইস চেয়ারম্যান দীন মোহাম্মদ,সহকারি কমিশনার(ভূমি)কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ইলা রানী দাস, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা দিদারুল আহসানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ অংশ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com