শিরোনামঃ
আব্দুল জলিল ০৭-০৮-২০২৩ ০২:৩৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সদ্য ঘোষিত ৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফলে পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জের যমুনা অধ্যুষিত কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ার সন্তান এসএম সাব্বির হাসান গালিব।
তিনি নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের মৃত শামসুল আলমের পুত্র।
তিনি নাটুয়ারপাড়া আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন থেকে প্রাথমিকের পাঠ শেষ করেন। এরপর স্থানীয় ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি, বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর শেষ করেন। ,
ছোটবেলা থেকেই মেধাবী সাব্বির প্রথম চেষ্টাতেই বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
শৈশব থেকে যমুনার ভাঙ্গাগড়ার তান্ডব দেখে দেখে বড় বেড়ে ওঠা সাব্বির খেলাধুলা এবং সামাজিক নানা কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি নাটুয়ারপাড়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন তৈরি করেছেন। নাম দিয়েছেন ইউনিভর্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব নাটুয়ারপাড়া(উষান)। তিনি তার প্রতিষ্ঠাতা সভাপতি। এই সংগঠনের মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে নানা পরামর্শ এবং পড়ালেখার বিষয়ে যত্নশীল হতে তাদের আগ্রহী করতে ভূমিকা রেখে চলেছেন।।
তিনভাই তিন বোনের মধ্যে সবার ছোট সাব্বির। তার বড় ভাই ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মেঝো বাই একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনবোন গৃহিনী।
সাব্বির তার চলার পথের শুরুতে সবার দোয়া কামনা করেছেন। তিনি বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎ থেকে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। আজ আমার সেই স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com