জামাই শ্বশুরের মুখে হাসি ফোটালো কাজিপুর থানা পুলিশ
১৩ অক্টোবর, ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ন

  

জামাই শ্বশুরের মুখে হাসি ফোটালো কাজিপুর থানা পুলিশ

আব্দুল জলিল
০৬-০৮-২০২৩ ০৫:২৩ অপরাহ্ন
জামাই শ্বশুরের মুখে হাসি ফোটালো কাজিপুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ হারানো মোটর সাইকেল ফিরে পেয়ে বেজায় খুশি হয়েছেন জামাই মোন্নাফ হোসেন ও তার শ্বশুর এসএম আজিজুর রহমান।  দশ মাস পূর্বে  হারিয়ে যাওয়া  বাজাজ পালসার মোটরসাইকেল নিতে রবিবার তারা কাজিপুর থানায় আসেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে মোটারসাইকেলটি তারা বুঝে নেন।

তাৎক্ষণিক আনন্দে উৎফুল্ল জামাই শ্বশুর  থানার মধ্যেই মোটরসাইকেল চালিয়ে দেখেন। শ্বশুর সরকারি কলেজের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক অধ্যাপক এসএম আজিজুর রহমান বলেন, শখের এই গাড়িটি বগুড়া থেকে হারিয়ে যায়। এতে করে  জামাইসহ আমরা কষ্ট পেয়েছিলাম। ভাবিনি কখনো ফিরে পাবো। তবুও আইন মেনে বগুড়া সদর থানায় গত বছর ২৭ সেপ্টেম্বর জামাই  জিডি করে রেখেছিল। আজ সত্যিই গাড়টি ফিরে পাওয়ায়  আমরা খুব খুশি। ধন্যবাদ কাজিপুর থানা পুলিশকে। 

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গত দুইমাসে আমরা বেশকিছু চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি। আজ সঠিক কাগজপত্র নিয়ে  উনারা থানায় আসলে যাচাই করে দিয়ে দেই।  শ্বশুরকে পিছনে বসিয়ে থানা ক্যাম্পাসে জামাইয়ের হাসিমুখে  গাড়ি চালানো দেখে আমাদেরও ভালো লগেছে।


আব্দুল জলিল ০৬-০৮-২০২৩ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 613 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com