নানা কর্মসূচির মাধ্যমে কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন
১৩ অক্টোবর, ২০২৫ ০৬:২৭ অপরাহ্ন

  

নানা কর্মসূচির মাধ্যমে কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন

আব্দুল জলিল
০৫-০৮-২০২৩ ১১:২২ অপরাহ্ন
নানা কর্মসূচির মাধ্যমে কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার(ভূমি)কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, সাংবাদিক ও সহকারী অধ্যাপক আবদুল জলিল প্রমূখ।শেষে জন্মদিনের কেক কাটা হয়। এরপর বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা যুবলীগের আয়োজনে এক রালি অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার‌্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার। ভারচুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে কৃষকলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আব্দুল জলিল ০৫-০৮-২০২৩ ১১:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 257 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com