শিরোনামঃ
![]() ০৩-০৮-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমানকে নির্দোষ দাবী করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত যৌথ ঘোষণা প্রদান করেন। শিক্ষক নেতৃবৃন্দের পক্ষে প্রজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
বক্তব্যে তিনি জানান, গত ৩১ জুলাই কয়েকটি পত্রিকায় শিক্ষকদের নাম উল্লেখ না করে শুধু নাম প্রকাশে অনিচ্ছুক বলে তাদের জবানীতে কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমানের বিরুদ্ধে নানা বিষয়ে বিষোদগার করা হয়েছে। প্রণোদনা বিল, রুটিন মেরামত, সংস্কারকাজে এবং নব্য যোগদানকৃত শিক্ষকদের নিকট থেকে উৎকোচ নেবার বিষয়টি সঠিক নয় বলে দাবী করে নেতৃবৃন্দ বলেন বলেন, মূলত রাজশাহী বিভাগীয় উপপরিচালক কাজিপুরে এসে কিছু নির্দেশনা দিয়েছেন যা শিক্ষা অফিসার বাস্তবায়ন করতে গেলে অনেকেই তার প্রতি নাখোশ হয়েছেন। তারাই সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করিয়েছেন। শিক্ষা অফিসে জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, উপজেলা শিক্ষা অফিসার অনেক লোকবল কম নিয়েও অত্যন্ত দক্ষতার সাথে তিনি অফিস পরিচালনা করছেন। সবশেষে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা অফিসারের বিরুদ্ধে পরিবেশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুকিত তালুকদার প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com