কাজিপুরের সোনামুখী বাজারে ইউএনও এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান-৮ ব্যবসায়ীর অর্থদন্ড
০১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ন

  

কাজিপুরের সোনামুখী বাজারে ইউএনও এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান-৮ ব্যবসায়ীর অর্থদন্ড

আব্দুল জলিল
৩১-০৭-২০২৩ ০৫:৩০ অপরাহ্ন
কাজিপুরের সোনামুখী বাজারে ইউএনও এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান-৮ ব্যবসায়ীর অর্থদন্ড

সিরাজগঞ্জের বন্দরনগরীখ্যাত সোনানুখী বাজারে দুটি ভ্রাম্যমান আদালত টিম দুপুর থেকে বিকেল পর্যন্ত ওষুধ, হোটেল রেস্তোরা ও করাতকলে অভিযান পরিচালনা করেন। সোমবার এই অভিযান পরিচালনা করেন  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।  একই সময়ে তারা সোনামুখী বাজারে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় ইউএনও সোনামুখী বাজারের পূর্বপাশের পাশের প্রবেশপথে মহাসড়কে গাছের গুড়ি রাখার অপরাধে দুই  করাতকল মালিককে অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন  রৌহাবাড়ী গ্রামের করাতকল ব্যবসায়ী রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান। তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এরপর ইউএনও তিনটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় আদালত  মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সরকার ফার্মেসিকে ২০ হাজার, হৃদয় ফার্মেসি ও তালুকদার ফার্মেসিকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

একই সময়ে সোনামুখী বাজারের হোটেল রেস্তোরায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি পঁচাবাসী খাবার ফিজ্রে রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাান্নার অপরাধে মুক্তা হোটেলকে ২০ হাজার টাকা , নুরুল ইসলামের হোটেলকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এরপর তিনি রাস্তার পাশে কাঠের গুড়ি রাখার দায়ে করাতকল মালিক আবু সাইদকে ১০ হাজার টাকা অর্র্থদন্ড প্রদান করেন।


আব্দুল জলিল ৩১-০৭-২০২৩ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com