শিরোনামঃ
![]() ৩১-০৭-২০২৩ ০৩:২৩ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে নবাগত নির্বাহী অফিসার মাহবুবু হাসান কে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন চৌহালী উপজেলা প্রেসক্লাব, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাযালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুয়েল সরকার,সাধারণ সম্পাদক ও মাইটিভির চৌহালী ও বেলকুচি প্রতিনিধি মোঃ আব্দুল লতিফ,সহ সভাপতি রোকুনুজ্জামান যায়যায় দিন, আবু দাউদ— ভোরের কাগজ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ—জেটিভি,শহিদুল ইসলাম—,আঃ ছাত্তার,সরে জমিন বার্তার প্রতিনিধি ইমরুল শিকদার প্রমুখ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com