শিরোনামঃ
![]() ২৯-০৭-২০২৩ ০৬:০২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সামাজিক সংগঠন “হৃদয়ে কাজীপুর” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি শাহরিয়ার জীম। ঘোষিত কমিটির সভাপতি জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম তুহিন। এ ছাড়া উপদেষ্টা কমিটির সদস্যসংখ্যা ৬ জন, সহসভাপতি ৯ জন যুগ্ন সাধারণ সম্পাদক হলেন ৪ জন। উপদেষ্টাগণ হলেন প্রবাসী স্বর্ণা রহমান, রুমা মোস্তাক, টিএম শাহরিয়ার জীম, সোহেল রানা সুমন, সুলতান মাহমুদ সোহেল, ইঞ্জিনিয়ার শাহ আলম। সহসভাপতিগণ হলেন কাওসার মাহমুদ, তৌহিদুল ইসলাম টনি, এনামুল হক তরফদার, আইভি আক্তার, হাসান আলী, আবদুল্লাহ কাফি, আল হেলাল হিটু, রাসেল রানা ও শিশির বিশ্বাস।যুগ্ন সম্পাদকগণ হলেন আল ইমরান সোহাগ, সাব্বির আহমদ, তারিকুল ইসলাম, সোহাগ বাবু। সাংগঠনিক সম্পাদক হলেন শোভন যোবায়ের।
“হৃদয়ে কাজীপুর” এর সাবেক সভাপতি শাহরিয়ার জীম জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে একার পক্ষে বড় কিছ করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেককিছুই করা সম্ভব। একারণেই আমার ২০১২ সালে এই সংগঠন দাঁড় করিয়েছি। সমাজের ভালোকাজে আমরা সবসময় সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com