কাজিপুরে শেষ হলো দুইদিনব্যাপী কবি সাহিত্যিকদের মিলনমেলা
১৩ অক্টোবর, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন

  

কাজিপুরে শেষ হলো দুইদিনব্যাপী কবি সাহিত্যিকদের মিলনমেলা

আব্দুল জলিল
২৮-০৭-২০২৩ ১১:০১ অপরাহ্ন
কাজিপুরে শেষ হলো দুইদিনব্যাপী কবি সাহিত্যিকদের মিলনমেলা

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের  কাজিপুরে শেষ হলো দুইদিনব্যাপী সাহিত্য মেলা।  উপজেলা প্রশাসন আয়োজিত এই সাহিত্য মেলা পরিণত হয়েছিলো কবি- সাহিত্যিকদের মিলন মেলায়।  দেশ বিদেশের নানাপ্রান্তে ছড়িয়ে থাকা কাজিপুরের কবি সাহিত্যিকদের নিজস্ব সৃষ্টিকর্মকে জাতীয়  পর্যায়ে  তুলে ধরতেই দুইদিনব্যাপী এই সাহিত্যমেলা  অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার  সকাল দশটায় কাজিপুর উপজেলা  শহীদ এম মনসুর আলী  মিলনায়তনে  মেলার উদ্বোধন  করেন  সিরাজগঞ্জের  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গণপতি  রায়। এরপর তিরি আগত কবি সাহিত্যিকদের উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

কাজিপুর উপজেলা  নির্বাহী অফিসার  সুখময়  সরকারের  সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে   বক্তব্য রাখেন  সরকারী মনসুর আলী  কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস,  কাজিপুর উপজেলা  চেয়ারম্যান  খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা  আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  রেফাজ উদ্দিন,  উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা অফিসার  ডাঃ মোমেনা পারভীন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, কৃষি অফিসার শরীফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, বিআরডিবি কর্মকর্তা আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তথ্যআপা মৌসুমী বসাক, সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক মৌমিতা। অনুষ্ঠানটির ধারা বর্ণনায় ছিলেন মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা ও একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।    

প্রথম দিনের সূচিতে ছিলো  প্রবন্ধপাঠ , কবিতা পাঠ ও আলোচনা।  কাজিপুর উপজেলার সাহিত্য  ও সংস্কৃতি  বিষয়ে প্রবন্ধ উপস্থাপন  করেন সরকারী মনসুর আলী কলেজের  সহকারী অধ্যাপক  জাহাঙ্গীর আলম।  প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক  আবদুল জলিল,  কথাসাহিত্যিক রিপন আহসান  ঋতু ও লেখক জুয়েল।

এরপর কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন  বিশিষ্ট কথাসাহিত্যিক ও ক্যাপ্টেন সম্পাদক কবি রাশেদ রেহমান,  হুসনেয়ারা আরজু। এই পর্বটি উপস্থাপন করেন কলামিস্ট আব্দুর রাজ্জাক খোকা। কবিতা আবৃত্তি করেন কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি নাট্যজন সাইফুল ইসলাম পলাশী, কবি ওমর ফারুক।  মেলার দ্বিতীয় দিন মিলনমেলায় যোগ দেন কবি মোহাব্বত হোসেন, কবি এম আর জামান, কবি ম ই মাহমুদ, মিলন ইমদাদুল।

মেলার প্রথমদিনসহ দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে বিকেল  পাঁচটা পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীগণ মেলার দুইদিন সঙ্গীত পরিবেশন করেন। শুক্রবার বিকেলে অংশগ্রহণকারী কবি সাহিত্যিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।  


আব্দুল জলিল ২৮-০৭-২০২৩ ১১:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 510 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com