কাজিপুরে নির্মানাধীন ভবণের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন

  

কাজিপুরে নির্মানাধীন ভবণের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আব্দুল জলিল
১৯-০৭-২০২৩ ০৪:৫৬ অপরাহ্ন
কাজিপুরে নির্মানাধীন ভবণের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে নির্মানাধীন ছাদ থেকে পড়ে বকুল মিয়া(৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত, পামছা শেখের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নির্মাণ শ্রমিক বকুল উপজেলার গান্ধাইল বাজার এলাকায় একটি একতলা ভবনের ছাদে কাঠের ফ্রেম করার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি একতলা ভবন থেকে নীচে পড়ে যান। পড়ার সময়ে তিনি ভবনের ভিমের সাথে লেগে  মাথায় আঘাত পান। তখনই তার নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এমতাবস্থায় লোকজন তাকে ভ্যানে করে সীমান্তবাজারে  নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে এ্যাম্বুলেন্সে করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হয়। সেখানে  সন্ধ্যায় তার মৃত্যু হয়।

 নিহতের চাচাতো ভাই  ফরহাদ রেজা বলেন, বুধবার(১৯ জুলাই) স্থানীয় মাঠে জানাযা শেষে খামারপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।


আব্দুল জলিল ১৯-০৭-২০২৩ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com