শিরোনামঃ
![]() ১৭-০৭-২০২৩ ০৬:১১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ছাদকৃষির প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে কাজিপুর উপজেলা কৃষি অফিস। উপজেলার সর্বস্তরের জনগণকে ছাদে কৃষির অপার সম্ভাবনা বিষয়ে বিভিন্ন সভায় এই প্রচারণা শুরু করেছে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
এরইমধ্যে অনেকেই তাদের বাড়ির ছাদে বিভিন্ন ধরণের শাকসবজি ও ফলজ জাতীয় গাছ লাগানোর কাজ শুরু করেছেন। সোমবার দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালভরা গ্রামের হামিদুর রহমানের বাড়ির ছাদে লাগানো মিস্টি কুমড়ার প্রদর্শনী পরিদর্শন করেন উপ সহকারি কৃষি অফিসার শাহিন আলম। তিনি জানান, আমাদের প্রচারনায় অনেকেই সাড়া দিয়ে ছাদে কি ধরণের গাছ ও সবজি লাগানো যায় এসব বিষয় জানতে চায়। আমরাও স্বঃস্ফূর্তভাবে তাদের সেসব বিষয়ে সহযোগিতা করছি।
উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এক ইঞ্চি জায়গাও খালি না রাখার নির্দেশনা দিয়েছেন। সেইসাথে ছাদ বাগানকারিদের বাড়ির কর প্রদানও শিথিল করেছেন। এতে করে আমরা সবাই লাভবান হবো। তাই আমরা ছাদ কৃষির উপর গৃুরুত্বরোপ করেছি। আশা করছি এই যাত্রায় কাজিপুরের সব ছাদওয়ালা বাড়ির লোকজনই সাড়া দেবেন। তাদের সকল প্রকার টেকনিক্যাল সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ সার ও বীজ প্রদান অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com