শিরোনামঃ
![]() ১১-০৭-২০২৩ ০৫:২৫ অপরাহ্ন |
দীর্ঘ সাত বছর মামলা চলার পরে নিজের পক্ষে রায় পেয়েছেন কৃষক সোলেমান ওরফে হুলু। তিনি কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামের মৃত আফছার আলীর পুত্র। আর রায়কৃত জমিতে গত বৃহস্পতিবার তিনি রায়কৃত জমিতে গাছ লাগিয়েছেন।
মামলার দেয়া রায় ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার কবিহার গ্রামের সোলেমান ২০১৫ সালে সিরাজগঞ্জের মোকাম কাজিপুর উপজেলা সহকারি জজ আদালতে একই গ্রামের জাহিদুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে বাটোয়ারা মামলা করেন(মামলা নং-১৮/২০১৫)। সাত বছর মামলা চলার পর আদালত গত ২০২১ সালের ১৮ মার্চ রায় ঘোষণা করেন এবং একই মাসের ২২ তারিখে ডিক্রি ঘোষণা করেন। রায়ে মোট ৩৩৯ শতক সম্পত্তির মধ্যে ১০০ শতক জমি বাদী সোলেমান ওরফে হুলুর বলে উল্লেখ করা হয়। এই রায়ের বিপক্ষে জাহিদুল গংদের পক্ষে আনোয়ার হোসেন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে সিভিল রিভিশন মামলা করেন (মামলা নং-০৪/২০২২)। পরে জেলা জজ আদালত গত ২২ ফেব্রুয়ারি ২০২৩ সালে আবারো ২৫ জানুয়ারি-২০২২ তারিখের দেয়া ডিক্রি বহাল রাখেন। রায় পেয়ে সন্তুষ্ঠির কথা জানিয়ে সোলেমান বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। দীর্ঘনি পর জমি ফিরে পেয়েছি। এবার ওই জমিতে দেড়শটি আকাশ মনির গাছ লাগিয়েছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com