কাজিপুরে সাবেক জেলা পরিষদ সদস্য ইসাহাক উদ্দিনের ইন্তেকাল এমপি জয় এর শোক প্রকাশ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ইসাহাক উদ্দিন কন্ট্রাকটর ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহি রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার সোয়া একটায় জুমার নামায পড়তে গিয়ে মসজিদে ভেতর তিনি মারা যান। তিনি দুই স্ত্রী, ছয় ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। ইসাহাক উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এক শোকবার্তায় তিনি জানান, ইসাহাক উদ্দিন ছিলেন আমার দাদা শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর কর্মি। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। আমি মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আরও শোক জানিয়েছেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।
আব্দুল জলিল ০৭-০৭-২০২৩ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 279 বার দেখা হয়েছে।