কাজিপুরে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৪
১১ অক্টোবর, ২০২৫ ০৩:১৮ অপরাহ্ন

  

কাজিপুরে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

আব্দুল জলিল
০৩-০৭-২০২৩ ০৬:৪২ অপরাহ্ন
কাজিপুরে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা গ্রামের মৃত হযরত মোল্লার ছেলে সাকিবুল হাসান (২২), কুনকুনিয়া হঠাৎপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে বিপ্লব(২৬), ছালাভরা মধ্যপাড়া গ্রামের শামসুল হকের ছেলে ইউসুফ মন্ডল (২৪) ও কাজিপুর পৌরসভার বিয়ারা চরপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২২)।

সোমবার দুপুরের দিকে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২মে গভীর রাতে উপজেলার মাইজবাড়ীতে রাস্তার উপর ২টি মোটরসাইকেল দাঁড়ানো অবস্থায় দেখতে পায় টহল পুলিশের একটি দল। এ সময় পুলিশের গাড়ি দেখে মোটরসাইকেল নিয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। অপরজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নেয়।

এরপর গত ২৪ জুন বগুড়ার এক ব্যক্তি মোটরসাইকেলের কাগজপত্র সহ থানায় মোটরসাইকেল  হারানোর জিডির কপি নিয়ে কাজিপুর থানায় আসেন। পুলিশ ওই সব কাগজপত্র দেখে মোটরসাইকেলটি মালিককের হাতে বুঝে দেয়। ওই মোটরসাইকেলের সূত্র ধরেই  অনুসন্ধান করতে থাকে থানা পুলিশ। এক পর্যায়ে রোববার(২ জুলাই) দুপুর খেকে রাত অবধি থানা পুলিশ মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা শাকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেয়া তথ্যমতে ৮টি মোটরসাইকেল সহ আরও তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 


আব্দুল জলিল ০৩-০৭-২০২৩ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com