শিরোনামঃ
![]() ০২-০৭-২০২৩ ০৬:১৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ এসো মিলি প্রাণের টানে প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয়ের সত্তরোর্ধ বয়সী প্রবীণদের পুনর্মিলণী অনুষ্ঠিত হয়েছে। এই প্রবীণরা মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭০ সালে এসএসসি উত্তীর্ণ হয়েছে। তারা সবাই চাকুরিজীবন থেকে অবসর নিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রবিবার (২ জুলাই) এই প্রবীণরা একত্রিত হয়ে জীবনের নানা বিষয়ের স্মৃতিচারণ করেন। আব্দুর রহমানের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সঞ্চালনায় স্মৃতিচারণে অংশ নেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল আজীজ চান, প্রধান শিক্ষক নুর হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, কোরবান আলী, হযরত আলী প্রমূখ। ৫৩ বছর পরে এই মিলন মেলায় এসে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান পরিকল্পনা সার্বিক যোগাযোগে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহসীন আলম।
জীবনের ফেলে আসা অনেক অম্লমধুর স্মৃতি বর্ণনা করেন। ৫৩ বছর পূর্বের স্কুল জীবনের নানা ঘটনার কথা বলতে গিয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। চলৎশক্তিহীন অনেকে অন্যের সহযোগিতা নিয়ে এই মিলনমেলায় যোগ দেন। স্মৃতিচারণ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মোহসীন আলম। এর আগে প্রবীণদের শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল বাকী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com