শিরোনামঃ
![]() ২৮-০৬-২০২৩ ০৪:১১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ক্রীড়ার শক্তি ক্রীড়াই বল আনন্দের খেলা ফুটবল। সমাজকে পরিবর্তনের অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত, যুবসমাজের প্রাণের খেলা ফুটবল। কাজিপুরের সোনামুখী নবজাগরণী ক্রীড়া সংঘ প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করেছে ফ্রাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ফুটসাল ফুটবল। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট চারটি দল।দলগুলো হচ্ছে ব্যাচ ৯৬ ,৯৭. ৯৮ও ব্যাচ ৯৯। ইতোমধ্যে দলগুলো নিলামে তাদের খেলোয়ারদের টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে।
আয়োজক কমিটির প্রধান আবু তালেব জানান, এলাকা থেকে মাদক, জুয়া, যেকোন নেশা, ইভটিজিংকে দূর করতে যুবসমাজকে আমরা ক্রীড়ায় মনোযোগী করতে কাজ করছি। সেইসাথে বইপড়া কার্যক্রম আমাদের শুরু হয়েছে। আমাদের রয়েছে সমৃদ্ধ পাঠাগার। প্রতিবছরের মতো এবারও এই খেলা আজ বুধবার রাত সাড়ে সাতটায় সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে। নবজাগরণী ক্রীড়াসংঘের আয়োজনে এই খেলা দেখার জন্যে সবার প্রতি উন্মুক্ত আহবান রইলো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com