পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ-সম্পাদক রিমু
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪৩ পূর্বাহ্ন

  

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ-সম্পাদক রিমু

আব্দুল জলিল
২৮-০৬-২০২৩ ১২:১৩ অপরাহ্ন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ-সম্পাদক রিমু

স্টাফ রিপোর্টারঃ সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে শিক্সার আলোয় আলোকিত করেস্মির্ট বাংলাদেশ গঠনে ভূমি রাখার সংগঠন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সোচ্চার এই সংগঠনটির সভাপতি ইলিয়াস রাজ এবং সম্পাদক (ভারপ্রাপ্ত) শারিমন জাহান রিমু ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। 

পরবর্তী বৈশ্বিক নানা টানাপোড়েনের মধ্যে এবার ঈদের যাত্রায় সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। প্রতিবন্ধীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির সভাপতি ইলিয়াস রাজ বলেন, প্রতিবন্ধীরাও সমাজেরই একটি অংশ। তাদেরও আর দশজন মানুষের মতো সমাজের সকল সুবিধা ভোগ হরে বেঁচে থাকার অধিকার আছে। সেইলক্ষে প্রতিবন্ধীদের প্রতি সরকারসহ সবার সুদৃষ্টি কামনা করছি। এই ঈদে তাদের খোঁজ নেবার জন্যে সবার প্রতি আহবান জানাচ্ছি। আর প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা  সমাজের সেই নিবেদিতপ্রাণ শিক্ষক কর্মচারী ও তাদের পরিবারের সবার জন্য শুভ কামনা জানাচ্ছি।পবিত্র ইদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

 সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শারমিন জাহান রিমু বলেন, গোটা জনগোষ্ঠীর এক চতুর্থাংশ মানুষ প্রতিবন্ধী। তাদের উন্নয়নে আমরা কাজ করছি। তাদের জীবন মান উন্নয়নে সবার শুভদৃষ্টি কামনা করে এই ঈদে সবার জন্য মঙ্গল কামনা করছি। ঈদের আনন্দ সবার মনেক পবিত্র ও সমৃদ্ধ করুক এই কামনা করছি।  

মধ্যে ঈদুল আযহার গুরুত্ব ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ জানিয়ে রিমু বলেন, আসুন আমরা দলমত, ধর্মের গোড়ামীমুক্ত জীবনের পথে ধাবিত হই। ঈদুল আযহার আনন্দ সবাই মিলে উপভোগ করি। প্রতিবন্ধী, এতিম অনাথের পাশে দাঁড়াই। এমনটি হলে ধর্মের নেকির পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও আমরা পৃথিবীর বুকে অন্যতম সভ্য জাতি হিসেবে পরিগণিত হবো। #


আব্দুল জলিল ২৮-০৬-২০২৩ ১২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 383 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com