শিরোনামঃ
![]() ২৭-০৬-২০২৩ ০৩:৪৮ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ মুসলিমদের অন্যতম আনন্দের উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাজউক কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সহসভাপতি আবু শাহিন মোহাম্মদ মুনজু। মুসল্মি উম্মাহর শান্তি কামনা ও সাহিত্য শিল্প সংস্কৃতির সাথে মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে অসহায়দের পাশে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাই হোক সবার আনন্দ বারতা। আসুন সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। তিনি আরও বলেন, একদিকে করোনা অন্যদিকে বৈশ্বিক নানা টানাপোড়েনের মধ্যে এবার ঈদের যাত্রা। তাই যারা সক্ষম তাদের উচিৎ অসহায়দের পাশে দাঁড়ানো।
মঙ্গলবার এক বার্তায় তিনি সাম্প্রদায়িকতার বিষবাষ্পমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান । ধর্ম সবার ব্যক্তিগত আচরণের বিষয় হলেও উৎসবে সবাইকে সামিল হবার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাতেই বাংলাদেশ সমৃদ্ধির অপার সম্ভাবনা বাস্তবে ধরা দিচ্ছে। দেশের মানুষ তাই শান্তিতে ঈদুল আযহা পালন করতে পারছে।
ঈদুল আযহার আনন্দ সবাই মিলে উপভোগ করি। এতিম অনাথের পাশে দাঁড়াই। এমনটি হলে ধর্মের নেকির পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও আমরা পৃথিবীর বুকে অন্যতম সভ্য জাতি হিসেবে পরিগণিত হবো। সেইসাথে মাইজবাড়ী ইউনিয়নবাসীসহ কাজিপুরের জনসাধারণকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা... ঈদ মোবারক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com