শিরোনামঃ
![]() ২৭-০৬-২০২৩ ০৩:০৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সাহিত্য শিল্প সংস্কৃতির সাথে মানবিক গুণাবলীর বিকাশ ও অসহায়দের পাশে দাঁড়াবার সংগঠন শুভসংঘ্য কাজিপুর উপজেলা শাখা। জাতীয় দৈনিক কালেকণ্ঠের এই প্লাটফর্ম এখন দেশের যেকোন স্বেচ্ছাসেবী সংগঠনের চাইতে অনেকখানি এগিয়ে। সেই সংগঠনের কাজিপুর উপজেলা শাখার প্রধান উপদেশ্টা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর আব্দুর রাজ্জাক। একসময়ের তুখোড় ছাত্রনেতা আব্দুর রাজ্জাক ইসলামের পবিত্র পালনীয় আনন্দোৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে কাজিপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পরবর্তী বৈশ্বিক নানা টানাপোড়েনের মধ্যে এবার ঈদের যাত্রায় সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক বার্তায় তিনি সাম্প্রদায়িকতার বিষবাষ্পমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান । ধর্ম সবার ব্যক্তিগত আচরণের বিষয় হলেও উৎসবে সবাইকে সামিল হবার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাতেই বাংলাদেশ সমৃদ্ধির অপার সম্ভাবনা বাস্তবে ধরা দিচ্ছে। দেশের মানুষ তাই শান্তিতে ঈদুল আযহা পালন করতে পারছে। শিক্ষা ও সামাজিক নানামাত্রিক কাজের মধ্যে ঈদুল আযহার গুরুত্ব ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, আসুন আমরা দলমত, ধর্মের গোড়ামীমুক্ত জীবনের পথে ধাবিত হই। ঈদুল আযহার আনন্দ সবাই মিলে উপভোগ করি। এতিম অনাথের পাশে দাঁড়াই। এমনটি হলে ধর্মের নেকির পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও আমরা পৃথিবীর বুকে অন্যতম সভ্য জাতি হিসেবে পরিগণিত হবো। #
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com