শিরোনামঃ
![]() ২৫-০৬-২০২৩ ০২:১১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নে শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চলমান সবগুলো কাজে নানা অনিয়মের অভিযোগ উঠছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর সাংবাদিকদের নিকট এসব অভিযোগ তুলে ধরেন। গত বৃহস্পতিবার সরেজমিন যমুনার চরাঞ্চলে অবস্থিত মনসুরনগরের শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ধুলা ও ময়লাযুক্ত পাথর দিয়ে কাজ করা হচ্ছে। ্এসময় ্ই্উপি চেয়ারম্যান সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের নিকট এই অভিযোগ করেন । তার ইউনিয়নে চলমান ছয়টি প্রকল্পে সিডিউল অনুযায়ী কাজ হচ্ছেনা বলেও তিনি জানান।
জানাগেছে, সম্প্রতি উপজেলা প্রকৌশল অফিসের তত্বাবধানে শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা ভিতের উপর দোতলা দালান নির্মিত হচ্ছে। ওই কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার আশরাফ আলী। তিনিও মনসুরনগরের বাসিন্দা। ইতোমধ্যে বেইজঢালাই সম্পন্ন হয়েছে। এখন চলছে পিলার নির্মাণ কাজ। কিন্তু ওই কাজে ব্যবহৃত পাথর ময়লাযুক্ত এবং যে পিলার নির্মাণ করা হচ্ছে তা ঠিকমতো পানি দিয়ে ভিজানো হচ্ছেনা। এতে করে ওই ভবন টেকসই হবেনা বলে জানান ইউপি চেয়ারম্যান। এ নিয়ে চেয়ারম্যান বারবার অভিযোগ করলেও ঠিকাদারের লোকজন তা শুনছেন না। এছাড়া নির্মাণকাজ তদারককারী উপজেলা প্রকৌশল অফিসের লোকজনের অনুপস্থিতিতে ঠিকাদার কাজ করছেন বলেও তিনি জানান।
এই অভিযোগের বিষয়ে ঠিকাদার আশরাফ আলী জানান, ইঞ্জিনিয়ার স্যারেরা দাঁড়িয়ে থেকে বেউজ ঢালাই করেছেন। আমার দুটো সাইড চলছে। সব কাজ ঠিকমতোই হচ্ছে। ময়লাযুক্ত পাথর আমরা পরিষ্কার করে কাজ করছি। পানি কিউরিংও যথাযথ হচ্ছে।
এদিকে ইউপি চেয়ারম্যান রাজমহর আরও জানান, ভবন নির্মাণ এবং রাস্তা নির্মাণ সবগুলো কাজই মানসম্পন্ন হচ্ছেনা। আমি বারবার বললেও তারা শুনছেন না।
কাজিপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, আমরা উপস্থিত থেকে ওই স্কুলের বেউজ ঢালাই করেছি। স্থানীয়ভাবে চেয়ারম্যানের সাথে মতবিরোধ আছে। ঠিকাদারদের কঠোর হুঁশিয়ারী দেয়া হয়েছে পাথরের ময়লা অপসারণ করে কাজ করার জন্য। তারা সেটা করছে। না করলে বিল দেয়া হবে না। স্কুলের শিক্ষকদের মধ্যে একজনকে দায়িত্বও দেয়া হয়েছে। তিনি স্থানীয় মানুষ। সবসময় উপস্থিত থেকে কাজ দেখে আমাকে রিপোর্ট করছেন। আর আমাদের অফিসের লোকও উপস্থিত থাকছে। কোন সমস্যা হবার কথা নয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com