আকাশের ওড়ার স্বপ্নকে বাস্তরে রূপ দিতে কাজিপুরে আসছে বিডিফ্লাই এভিয়েশন এন্ড টুরিজমের হেলিকপ্টার
০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ন

  

আকাশের ওড়ার স্বপ্নকে বাস্তরে রূপ দিতে কাজিপুরে আসছে বিডিফ্লাই এভিয়েশন এন্ড টুরিজমের হেলিকপ্টার

আব্দুল জলিল
২৪-০৬-২০২৩ ১২:০৮ অপরাহ্ন
আকাশের ওড়ার স্বপ্নকে বাস্তরে রূপ দিতে কাজিপুরে আসছে বিডিফ্লাই এভিয়েশন এন্ড টুরিজমের হেলিকপ্টার

স্টাফ রিপোর্টারঃ

 

আকাশে মাথার উপর দিয়ে যখন কোন হেলিকক্টার উড়ে যায় তখন আমরা কিন্তু তাকিয়ে থাকি । মনে মনে ভাবি আহা! যদি আমিও আকাশের পাখির মতো ওই কপটারে  উড়তে পারতাম। না আর এরকম হা পিত্যেশ নয়। এবার স্বপ্ন হবে সত্যি। সিরাজগঞ্জের কাজিপুরে এই প্রথম সাধারণ মানুষের আকাশে ওড়ার স্বপ্নকে বাস্তরে রূপ দিতে আয়োজন করা হয়েছে সহজে হেলিকপ্টারে ঘুরে বেড়ানোর সুযোগ। আর এই সুযোগটি তৈরি করে দিয়েছে মেসার্স মেহেনেত ট্রেডিং সোনামুখী বাজার। বিডি ফ্লাই এভিয়েশন এন্ড টুরিজম লিঃ এর একটি চার্টার্ড হেলিকপ্টার আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত কাজিপুরের মেঘাই পর্যটন এলাকা থেকে প্রতিজন মাত্র ৫ হাজার ৫০০ শত টাকার বিনিময়ে আকাশে উড়তে পারবেন দশ থেকে বারো মিনিট। টিকিট সংখ্যা সীমিত। মাত্র ৫০০ থেকে ১ হাজার টাকায় বুকিং দেয়া যাবে।

এ প্রসঙ্গে আয়োজক রানা আহমেদ জানান, হাজার হাজার মানুষ পবিত্র ঈদুল আযহায় মেঘাই পর্যটন এলাকায় ঘুরতে যায়। তাদের বিনোদনের জন্যে এবার আমরা হেলিকপ্টারে ওড়ার ব্যবস্থা করেছি। প্রতিবারে মাত্র চারজন করে আকাশে উড়তে পারবেন। কেউ যদি মেঘাই থেকে ঢাকা যেতে চান তাহলে প্রতিজনকে দিতে হবে ১০ হাজার টাকা। আর বগুড়া যেতে চাইলে প্রতিজনকে দিতে হবে সাত হাজার টাকা। আর কেউ যদি রিজার্ভ নিতে চান তাহলে লাগবে চুয়াল্লিশ হাজার টাকা। যা যাওয়া এবং আসায়  দ্বিগুণ হবে। আশা করি বিনোদনপ্রিয় মানুষ এতে নির্মল আনন্দ পাবেন আর আকাশের ওড়ার স্বপ্নকে ছূঁয়ে দেখতে পারবেন। আমার সাথে ০১৭১৬-২৭১৫৬৮ নম্বরে  যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন টিকেট সংখ্যা সীমিত।


আব্দুল জলিল ২৪-০৬-২০২৩ ১২:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 202 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com