কাজিপুরে কুড়ি মিটার সেতুর আরসিসি ঢালাইকাজের উদ্বোধন
০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭ অপরাহ্ন

  

কাজিপুরে কুড়ি মিটার সেতুর আরসিসি ঢালাইকাজের উদ্বোধন

আব্দুল জলিল
২৩-০৬-২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন
কাজিপুরে কুড়ি মিটার সেতুর আরসিসি ঢালাইকাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুরে জনগুরুত্বপূর্ণ সিমান্তবাজার আরএইচডি হতে সোনামুখী জিসি সড়কে আরসিসি সেতুর  ঢালাইকাজের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২৩ জুন) সকাল দশটায় ঢালাইকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন।  বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক আইডিএ এর অর্থায়নে উপজেলার গান্ধাইল নয়াপাড়ায় জনগুরুত্বপূর্ণ সড়কে সেতুটি পুণনির্মিত হচ্ছে।  ২ কোটি ৮৮ লক্ষ ৫৭ হাজার টাকা  ব্যয় বরাদ্দে কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাজিপুর। নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলমগীর জাহান। আগামী ৩০ আগস্ট কাজটি শেষ হবার কথা। আরসিসি ঢালাইকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এলজিইডির এফআরই (ইউপিআরবি) কনসালটেন্ট গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী এফআরই(এসইউপিআরবি) শুভ বসাক,  উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম ঠিকাদারী প্রতিষ্ঠানের  তত্ত্বাবধায়ক গোলাম মোস্তফা।

এসময় উপজেলা প্রকৌশলী বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটিতে এখানে সরু একটি সেতু ছিলো যার কারণে সাধারণ মাসুণের চলাচলে সমস্যাসহ বর্ষা মৌসুমে পানি  নিষ্কাশনেও সমস্যা ছিলো।  সেতুটি নির্মিত হলে সব সমস্যা দূর হয়ে যাবে।


আব্দুল জলিল ২৩-০৬-২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com