কাজিপুরে চোরাই গরুসহ দুই ভাই গ্রেপ্তার
১১ অক্টোবর, ২০২৫ ০৩:১১ অপরাহ্ন

  

কাজিপুরে চোরাই গরুসহ দুই ভাই গ্রেপ্তার

আব্দুল জলিল
২১-০৬-২০২৩ ০৬:০০ অপরাহ্ন
কাজিপুরে চোরাই গরুসহ দুই ভাই গ্রেপ্তার


 কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ দুটি চোরাই গরুসহ আপন দুইভাইকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার  বাহির শিমুল গ্রামের মৃত সেফাত মন্ডলের পুত্র জুলহাস ওরফে জুলে (৫৫) এবং দুলাল হোসেন। এই ঘটনায় গরুর মালিক কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 
 মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টায় কাজিপুরের খাসরাজবাড়ী গ্রামের কৃষক আনোয়ার হোসেন চারটি গরু বাড়ির পাশে খাসরাজবাড়ী চরের পতিত জমিতে ঘাস খাবাঁরের উদ্দেশ্যে বেধে নিজ বাড়িতে যান। বেলা একটায় এসে দেখেন তার একটি গরু নেই। তখন তার সন্দেহ হলে তিনি খুঁজতে থাকেন। এসময় তার এক প্রতিবেশি তাকে ফোন করে জানান দুই গরুসহ একটি অচেনা নৌকা খাসরাজবাড়ী চরের পাশ দিয়ে যাচ্ছে। খবর পেয়ে আনোয়ার হোসেন ওই নৌকাকে থামার সংকেত দেন। কিন্তু নৌকাটি তখন দ্রুত গতিতে  দক্ষিণ দিকে যেতে থাকে। এসময় আনোয়ার ফোন করে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। এরপর তিনি দ্রুত একটি নৌকা নিয়ে চোরের নৌকার দিকে রওয়ানা দেন। পরে চার কিলোমিটার দক্ষিণে চরবুরুঙ্গি এসে অবস্থা বেগতিক দেখে চোরেরা নৌকা ফেলে পাশের একটি কাইশাক্ষেতে লুকিয়ে পড়েন। এরইমধ্যে আনোয়ার হোসেন সেখানে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তার নৌকাটি ধরে ঘাটে নিয়ে এসে কাজিপুর থানা পুলিশকে ফোন করেন। এরপর তারা ওই কাইশাক্ষেত ঘেরাও করে খুঁজে দুই চোরকে ধরে ফেলেন। পরে থানা পুলিশ এসে গরুসহ দুই চোরকে বিকেল চারটায় থানায় নিয়ে যান।  
 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত বুধবার দুপুরে  স্থানীয় গণমাধ্যম কর্মিদের এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আপন দুইভাই প্রথমে আমাদের মিথ্যে ঠিকানা দিয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসল ঠিকানা দিয়েছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। # (ছবি আছে) 

 
 


আব্দুল জলিল ২১-০৬-২০২৩ ০৬:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 325 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com