তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন এমপি জয়
১৪ অক্টোবর, ২০২৫ ০৯:১১ পূর্বাহ্ন

  

তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন এমপি জয়

আব্দুল জলিল
১৪-০৬-২০২৩ ১০:১৬ পূর্বাহ্ন
তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন এমপি জয়

স্টাফ রিপোর্টারঃ   জাতীয়নেতা শহিদ ৈএম মনুসর আলীর পুত্র সাবেক স্বরাষ্ট্র, ডাক তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পুত্র এমপি তানভীর শাকিল জয়। ১৩ জুন  মোহাম্মদ নাসিম  এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বড় ছেলে  বনানী কবরস্থান মসজিদে দোয়া মিলাদ ও তবারক বিতরণ করেন।এ সময় তিনিসহ সংশ্লিষ্টরা এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন ও ফাতেহা শরিফ পাঠ করেন।

এসময়  উপস্হিত ছিলেন মোহাম্মদ নাসিমের ছোট ছেলে তন্ময় মনসুর, শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক  আব্দুর রউফ সরকার পরান,  কাজিপুর পৌর আ.লীগের সহ- সভাপতি ও শুভসংঘ কাজিপুর শাখার প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খোকা, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ শাহ আলম ভয়েজ অব কাজিপুরের সভাপতি  প্রকৌশলী সাখাওয়াত হোসেন। অন্যদের মধ্যে জুয়েল সরকার,  মোহাম্মাদ নাসিম ফাউন্ডেসন,মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদ, কোনাবাড়ি, হেমায়েতপুর, কালসী, বেগুন বাড়ির নেতৃবৃন্দ, ভয়েস অব কাজিপুর শহী মনসুর আলী মেডিক্যাল কলেজ,৯৫ এসোসিয়েশন এর ইন্জিনিয়ার মোশাররফ,  বনানী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হ্দয়, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, রায়হান বাবু, জাহিদ হোসেন জয় চাকলাদার প্রমুখ । 


আব্দুল জলিল ১৪-০৬-২০২৩ ১০:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 416 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com