শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-০৬-২০২৩ ০৯:৪৬ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইভিএম ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা বেল্লাল হোসেনের পিতা আলহাজ্ব জয়নুল আবেদীন। তার আপন চাচা জহুরুল ইসলামের মৃত্যুতে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে হারলেও বেল্লাল হোসেন প্রিয় এলাকাবাসিকে ভুলে যাননি। নির্বাচনের ফলাফল সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছেন তিনি । আর এ কারণে যারা তার পিতাকে ভোট দিয়েছে বা যারা ভোট দেননি সবাইকে তিনি আপন করে নিয়েছেন তার স্ট্যাটাসের মাধ্যমে। তার লেখায় তিনি সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল তার নিজস্ব ফেসবুক আইডি থেকে তিনি এ সংক্রান্ত একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন...
“ আমার প্রিয় ৭ নং খাসরাজ বাড়ী ইউনিয়নের সাধারণ মানুষ একমাত্র আমার দিকে তাকিয়ে স্নেহ ভালবাসা মায়া মমতা করে স্বল্প সময়ে সব্বোর্চ ভোট দিয়েছিলেন(পিতাকে)। বিএন পির দুঃশাসনের সময়ে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম এবং পরবর্তী তে যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছি। এ ছাড়াও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা যুবলীগের সম্মেলন কমিটির সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমি যেখানেই থাকি না কেন এলাকার মানুষের ভালবাসা থেকে বিচ্ছিন্ন হই নাই।
আমি আমার ইউনিয়ন বাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমার জন্য আক্রান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি প্রাণঢালা ভালোবাসা রইলো। আমি অতীতে ও আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই এবং হারানোর ভয়ও নেই । সারা কাজিপুর বাসি জানে আমি একজন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী । প্রিয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাই এর বিশ্বস্ত কর্মী। আপনারা আমার জন্যে দোয়া করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com