মোহাম্মদ নাসিমের ৩য় মৃত্যু বার্ষিকীতে আমিনা মনসুর কলেজ পরিবারের দোয়া ও আলোচনা
১৪ অক্টোবর, ২০২৫ ০৯:০৯ পূর্বাহ্ন

  

মোহাম্মদ নাসিমের ৩য় মৃত্যু বার্ষিকীতে আমিনা মনসুর কলেজ পরিবারের দোয়া ও আলোচনা

আব্দুল জলিল
১৪-০৬-২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন
মোহাম্মদ নাসিমের ৩য় মৃত্যু বার্ষিকীতে আমিনা মনসুর কলেজ পরিবারের দোয়া ও আলোচনা

স্টাফ রিপোর্টারঃ : 

জাতীয় চারনেতার অন্যতম শহিদ এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিমের ৩য় মৃত্যুবার্ষিকীতে আমিনা মনসুর কলেজ পরিবারে এক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফরিদুল ইসলাম। মোহাম্মদ নাসিমের কর্মময় জীবেনর উপর আলোচনায় অংশ নেন কলেজের বাংরা বিভাগের সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল, উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। গণিত বিভাগের সহকারি অধ্যাপক আব্দুন নূরের সঞ্চালনায় বক্তারা বলেন উত্তরবঙ্গের উন্নয়নের সূতিকাগার, ক্ষণজন্মা পুরুষ ছিলেন মোহাম্মদ নাসিম। তিনি জীবদ্দশায়  অনেকগুলো মন্ত্রণালয় ও দলের পদ সামলেছেন।মন্ত্রীত্বের পাশাপাশি ছিলেন প্রচন্ড দক্ষ একজন সংগঠক। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে  আওয়ামীলীগের লীগের প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দ দলের মুখ্যপাত্র করেছিলেন। কাজিপুরের উন্নয়ন স্বপ্নচারী এই মহান নেতার আত্মার শান্তি কামনা করেন তারা।

এরপর মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন ব্যবস্থাপনা বিবাগের সহকারি অধ্যাপক রেজাউল করিম। মোনাজাতে কলেজ পরিবারের শিক্ষক ও কর্মচারীগণ অংশ নেন।


আব্দুল জলিল ১৪-০৬-২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 482 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com