কাজিপুরের মুকুল চেয়ারম্যান পেলেন দেশের ডাক পারসোনালিটি এওয়ার্ড
১৪ অক্টোবর, ২০২৫ ০৯:১৩ পূর্বাহ্ন

  

কাজিপুরের মুকুল চেয়ারম্যান পেলেন দেশের ডাক পারসোনালিটি এওয়ার্ড

আব্দুল জলিল
০৩-০৬-২০২৩ ০৪:২৫ অপরাহ্ন
কাজিপুরের মুকুল চেয়ারম্যান পেলেন দেশের ডাক পারসোনালিটি এওয়ার্ড

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল দেশের ডাক পারসোনালিটি এওয়ার্ড পেয়েছেন। ১৫ বছর যাবৎ জনপ্রতিনিধি হিসেবে সামাজিক সেবা প্রদান করায় তাকে এই এওয়ার্ড প্রদান করা হয়েছে। গত শনিবার রাজধানী ঢাকার কেন্দ্রিয় কচিকাঁচা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। সাপ্তাহিক দেশের ডাক  আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার ডেপুটি স্পিকার শ্রীরাম প্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি প্রফেসর আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. হামিদা খানম, অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন প্রমূখ।

 সম্মাননা পেয়ে মুকুল চেয়ারম্যান সাংবাদিকদের জানান, আমার প্রয়াত পিতা লুৎফর রহমান ছিলেন সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ । তিনিই আমার সমাজসেবার অনুপ্রেরণা। তাঁর নিকট থেকে ছোটবেলাতেই  মানুষের কল্যাণে কাজ করার দীক্ষা পেয়েছি। তারই ধারাবাহিকতায়  ২০১১ থেকে এখন পর্যন্ত তিন তিনবার ইউনিয়নের মানুষ আমাকে  ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। তাই আমৃত্য মানুষের সেবা  করে যেতে চাই।


আব্দুল জলিল ০৩-০৬-২০২৩ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com