লাগাতার আন্দোলনের ঘোষণা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের
১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:২১ অপরাহ্ন

  

লাগাতার আন্দোলনের ঘোষণা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের

আব্দুল জলিল
০২-০৬-২০২৩ ০৪:২০ অপরাহ্ন
লাগাতার আন্দোলনের ঘোষণা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের

স্টাফ রিপোর্টারঃ দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভূক্তিকরণ ও অন্যান্য সুবিধাদির লক্ষে শান্তিপূর্ণ আন্দোলনে পথে মেনেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। একের পর এক প্রতিশ্রুতির পরেও অজ্ঞাত কারণে এখনো প্রতিবন্ধীদের যারা শিক্ষার আলোয় আলোকিত করছে তাদের বিষয়ে কোন সঠিক সিদ্ধান্ত সরকারি তরফ থেকে আসছে না। এ কারণেই এবার তারা লাগাতার আন্দোলনের পথে হাঁটছে। গতকাল তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে। এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি ইলিয়াস রাজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শারমিন জাহান রিমা। সেখানে উল্লেখ করা হয়েছে...

সুপ্রিয় সংগ্রামী যোদ্ধাগণ,

সকলকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম।আপনারা অবগত আছেন যে,

"বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। "

আগামী ১১/০৬/২৩ ইং তারিখে প্রতিবন্ধী বিদ্যালয়ের অধিকার আদায়ের লক্ষ্যে, এক বৃহৎ আন্দোলনের আহ্বান করেছেন।আপনার, আমার,সকলের উপস্থিতি আমাদের নায্য অধিকার আদায়ের লক্ষ্যে পৌছে দিতে পারে। তাই আসুন সকল মত,পার্থক্য, ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনেকে গতিবেগ করি এবং অধিকার আদায়ে সফলতা অর্জন করি।

জয়ী আমরা হবোই, ইনশাল্লাহ।


আব্দুল জলিল ০২-০৬-২০২৩ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 464 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com