শিরোনামঃ
![]() ০১-০৬-২০২৩ ০৫:৪৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তামাককে না বলেছে। বুধবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারণা সভায় তারা তামাকজাতীয় যেকোন দ্রব্যকে না বলেছে।দুইদিনব্যাপী তামাকবিরোধী প্রচারণার অংশ হিসেবে প্রথমদিন রালি, আলোচনাসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই প্রচারণায় কাজিপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী তামাককে একযোগে না বলেছে। এসময় তারা সচেতনতামূলক ব্যানার ফেস্টুন নিয়ে তামাকরিবোধী শপথ নেয়। এর আগে রালিতে অংশ নেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, সহকারি কমিশনার(ভূমি) কাজী মো. অনিক ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রন্টু, প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ শিক্ষার্থীরা। বিকেলে ইউএনও এবং এসিল্যান্ড উপজেলার আলমপর চৌরাস্তার কয়েকটি দোকানে খোলামেলাভাবে তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয়ের অপরাধে চার দোকানীকে অর্থদন্ড প্রদান করেন।
বৃহস্পতিবার(১ জুন) দুপুরে উপজেলার আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তামাক বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে ধুমপান ও তামাকবিরোধী মাইকিং করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com