শিরোনামঃ
![]() ৩১-০৫-২০২৩ ১১:০৮ পূর্বাহ্ন |
জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম মাসুম।
তিনি আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য মোট ২ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬ শত ৭০ টাকা সম্ভাব্য আয় ও ২ কোটি ২৪ লাখ ৩১ হাজার ২ শত ৪০ টাকা ব্যয় ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৩ হাজার ৪ শত ৩০ টাকা দেখিয়ে বাজেট ঘোষনা করেন। উক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন, ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম মাসুম।সঞ্চালনায় ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের ইউ পি সচিব মোঃ আব্দুল গণি তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফ, ছাত্র লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মহাইমিনুল মসনদ, ১নং প্যানেল চেয়ারম্যান বিকাশ চন্দ্র বিশ্বাস, অত্র ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য আমিনুল ইসলাম, আল-আমীন হোসেন,শরিফুল ইসলাম, আল হেলালুর রহমান, ওসমান গনি, মোঃ জিন্নাহ,আব্দুল মমিন তালুকদার, আব্দুস সালাম ও মহিলা ইউ পি সদস্যা মোছাঃ রাহিলা বেগম, আনোয়ারা খাতুন, সুমাইয়া খাতুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম মাসুম বলেন, বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা পূরণ করতে সক্ষম হবো। তবে রাস্তা ঘাট, স্কুল,কলেজ, মসজিদ,মন্দির, মাদ্রাসা,কবরস্থান, গীর্জার উন্নয়নে অধিক বেশির ব্যয় ধরে ইউনিয়নকে ডিজিটাল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com