নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক'র সাধারণ সভা
০১ ডিসেম্বর, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন

  

নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক'র সাধারণ সভা

অনলাইন নিউজ এডিটর
২৯-০৫-২০২৩ ১০:৫৭ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক'র সাধারণ সভা

আমেরিকার নিউইয়র্ক শহরের ১৬৮-২১ হিল সাইড এভিনিউতে 'নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি জনাব ডাঃ আব্দুল লতিফ উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের উপদেষ্টা মন্ডলী, কার্যনির্বাহী কমিটির সম্পাদক, প্রায় সকল সারাধণ সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক মোহর উদ্দিন খান এবং পবিত্র গীতা পাঠ করেন কার্যকরী সদস্য বিধানচন্দ্র পাল।

স্বাগত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব  শফিউল আলম সংগঠনের জন্ম লগ্ন থেকে এর সাথে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে সংগঠনের গৌরবময় অতীত কর্মকাণ্ড বিশেষ করে করোনাকালীন সময়ে বর্তমান সভাপতি ডাঃ আব্দুল লতিফ এবং সিনিয়র সহ-সভাপতি জনাব রাকিবুজ্জামান খান  (তনু) এর নেতৃত্বে করোনা দুর্গত মানুষের দোরগোড়ায় খাদ্য ওষুধ স্যানিটাইজার মাস্ক ইত্যাদি পৌঁছানোর কথা উল্লেখ করেন। তাকে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দায়িত্বকালীন সময়ের বিভিন্ন কর্মকান্ড উল্লেখ করে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং কমিটির আগামী সাধারণ নির্বাচনে একজন নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান। এবং সংগঠনের প্রয়োজনীয় স্বার্থে তিনি যেকোনো দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনকে আরো গতিশীল করার স্বার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরী যেমন, বৃহত্তর উত্তরবঙ্গের যারা আমেরিকায় বসবাস করছেন তাদেরকে এই সংগঠনের আওতায় আনয়নের জন্য পদক্ষেপ গ্রহণ, সদস্যদের মৃত্যু পরবর্তী দাফনের জন্য কবর ক্রয়, শিশুদের কোরআন শিক্ষা,পরবর্তী প্রজন্মকে  দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ কতিপয় বিষয়ে সুপারিশ করেন। এদিকে ১৪ ই মে আন্তর্জাতিক মা দিবস হওয়ায় তিনি উপস্থিত মায়েদের সহ বিশ্বের সকল মায়ের প্রতি শুভেচ্ছা জানান।

ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুল লতিফ স্বাগত বক্তব্য রাখেন। তিনি ফাউন্ডেশনের অতীত বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য এবং নতুন নতুন নেতৃত্ব তৈরির জন্য নতুন নির্বাচনের মাধ্যমে একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য সাধারণ সভার সদস্যদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার সারোয়ারুল হাসান বলেন সংগঠন সৃষ্টি হতে এযাবৎ দুইজন সভাপতি দায়িত্ব পালন করেছেন। আমরা এখন থেকে সংগঠনের সংবিধান মোতাবেক প্রতি দুই বছর অন্তর নতুন সভাপতি নির্বাচিত করব। আমি সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য তার নিজস্ব মতামত ব্যক্ত করেন। তিনি বিশেষ করে করোনা কালীন সময়ে সংগঠনকে ধরে রাখার জন্য এবং সংগঠনের কার্যক্রমকে মানব কল্যাণে নিয়োজিত করার জন্য বর্তমান সভাপতি জনাব ডাক্তার আব্দুল লতিফ সাহেবকে ধন্যবাদ জানান।

প্রধান নির্বাচন কমিশনের ডাক্তার মাসুদুল হাসান বলেন, সংগঠনের সদস্য সকল সদস্য চাইলে আমরা সংবিধান অনুযায়ী একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাইলে সবাই হাত তুলে সমর্থন করুন। উপস্থিত সদস্যগণের প্রায় ৭০ শতাংশ নির্বাচন কমিশনারের এই প্রস্তাবে হাত তুলে সমর্থন জানান। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত মায়েদেরকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সংগঠনের সহ-সভাপতি জনাব মোজাফফর হোসেন বলেন বর্তমান সভাপতির ডাক্তার আব্দুল লতিফ সাহেব সংগঠনের জন্য যে শ্রম ও অর্থ দিয়েছেন তা ইতিপূর্বে কখনো কেউ দেয়নি। কার্যকরী সদস্য জনাব শাহাবুদ্দিন বাচ্চু বর্তমান সভাপতির ভূয়সী প্রশংসা করেন, তিনি বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েন এরদোগান চারবার প্রেসিডেন্ট হতে পারেন তার জনপ্রিয়তার কারণে তেমনি ডাক্তার আব্দুল লতিফ সামাজিক কর্মকান্ড ও জনপ্রিয়তার কারণে চারবার কেন তার বেশিবার সংগঠনের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন।

এছাড়াও আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক উপদেষ্টা জনাব নাসির খান পল, উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম টুকু, মোঃ মনিরুল ইসলাম, আজিজুল হক মুন্না, নির্বাচন কমিশনার ডঃ রুহুল কুদ্দুস, মোঃ দবিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, মোঃ মনিরুল ইসলাম বাচ্চু, ডাক্তার নার্গিস রহমান ইঞ্জিনিয়ার মতিন তালুকদার ইহা ছাড়া ষোলো জেলার সভাপতি ও সেক্রেটারিগণ আলোচনায় অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।
সংগঠনের উপদেষ্টা মন্ডলী,সম্পাদক মন্ডলী ও সাধারণ সদস্য,সদস্যার বক্তব্য প্রদানের মাধ্যমে ফাউন্ডেশনের আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভাপতি ডাঃ আব্দুল লতিফ তার সমাপনী বক্তব্যে যারা এই সভাকে সাফল্যের মনোনীত করার জন্য কাজ করেছেন তাদের সবাইকে তার ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে তিনি ধন্যবাদ জানান। পরিশেষে তিনি ডিনার জন্য সবাইকে আমন্ত্রণ জানান এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।


অনলাইন নিউজ এডিটর ২৯-০৫-২০২৩ ১০:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com