কাজিপুরে খাসরাজবাড়ী ইউনিয়নে বেজে উঠলো সাইফুল ইসলামের ঢোল
১৯ অক্টোবর, ২০২৫ ০১:৫০ অপরাহ্ন

  

কাজিপুরে খাসরাজবাড়ী ইউনিয়নে বেজে উঠলো সাইফুল ইসলামের ঢোল

আব্দুল জলিল
২৫-০৫-২০২৩ ০৬:০১ অপরাহ্ন
কাজিপুরে খাসরাজবাড়ী ইউনিয়নে বেজে উঠলো সাইফুল ইসলামের ঢোল

আবদুল জলিলঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের উপ নির্বাচনে বেজে উঠলো সাইফুল ইসলামের ঢোল। বৃহস্পতিবার (২৫ মে) এই ইউনিয়নের উপ নির্বাচনে ঢোল প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার চারশ ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আটোরিক্সা প্রতীকের জয়নুল আবেদীন পেয়েছেন ১ হাজার পঁয়ষট্টি ভোট। বিকেল পাঁচটায় ইভিএমএ ভোট শেষ হবার সাথে সাথেই মোট নয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।  এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক। উপ নির্বাচনে সকাল আটটা  থেকে শান্তিপূর্ণভাবে একটানা  বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে আইন শৃঙ্খলা  রক্ষায় নিয়োজিত  ছিলেন পাঁচজন ম্যাজিস্ট্রেট, পুলিশ আনসার, বিজিবি ও র‌্যাব। এই ইউনিয়নের মোট ভোটার মোট ৮ হাজার  ৭০১ জন । ভোট পড়েছে ৬ হাজার চারশ একটি। শতকরা ৭৩.৫৬ ভাগ। মোট নয়জন প্রার্থী  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এবং কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত সার্বক্ষণিক এই নির্বাচনে সার্বিক দিক তদারকি করেছেন। ইউএনও সুখময় সরকার জানান, ইভিএমএ ভোটে ভোটারগণ দারুন সাড়া দিয়েছে। মানুষের ইভিএম ভীতি কেটে গেছে অনেকখানি। কোনরকম ঝামেলা ছাড়াই ভোটারগণ ভোট দিতে পেরেছেন।  


আব্দুল জলিল ২৫-০৫-২০২৩ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 680 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com