সলঙ্গায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
জি,এম স্বপ্না :
সলঙ্গা থানা আওয়ামী লীগের আয়ােজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলােচনা সভা হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দিবসটি অনুষ্ঠিত হয় ।
সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনি: সহ সভাপতি ফণি ভুষণ পোদ্দারের সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন,থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু, দপ্তর সম্পাদক রতন, প্রচার সম্পাদক ইমান আলী,থানা কৃষক লীগের সভাপতি আ: হান্নান নান্নু,সাধারন সম্পাদক আকতারুজ্জামান সাচ্চু,থানা যুব লীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু,সাধারন সম্পাদক রিপনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলােচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরায় দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে,জাতি হিসেবে বাঙ্গালীকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন। তাই শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। আমাদের স্মরণে রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে, বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ মানুষ নিরাপদ থাকবে। দেশের উন্নয়ন হবে।