শিরোনামঃ
![]() ১৬-০৫-২০২৩ ০৬:২৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের জনগণের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। মঙ্গলবার দুপুরে তিনি যমুনার চরাঞ্চলের অবস্থিত নাটুয়ারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফুলজোড় গ্রামের মানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে ও সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় মানুষের নানা দাবী দাওয়া মনোযোগ সহকারে শোনেন এমপি জয়।
যমুনার ভাঙনকবলিত জনগণের দাবী তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুর রউফ সরকার পরান, সদস্য ও নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পরান সরকারসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় সংসদ সদস্যের নিকট চরবাসী একটি মসজিদ পাকাকরণ, ঈদগা মাঠে মাটিভরাট, বন্যাকালিন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও শিক্ষার্থীদের পারাপারের জন্যে একটি নৌকার দাবী জানালে তিনি তা দ্রুততম সময়ের মধ্যে করে দেবার প্রতিশ্রুতি দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com