কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়নের উপনির্বাচন প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের নিকট প্রার্থীরা
১৫ অক্টোবর, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ন

  

কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়নের উপনির্বাচন প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের নিকট প্রার্থীরা

আব্দুল জলিল
১০-০৫-২০২৩ ০৫:৩৮ অপরাহ্ন
কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়নের উপনির্বাচন প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের নিকট প্রার্থীরা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭ নম্বর খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। মঙ্গলবার বিকেলে তারা নিজ নিজ পছন্দের প্রতীক পেয়ে উপজেলা ছেড়ে এলাকায় গেছেন। আগামী ২৫ মে ওই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 কাজিপুর উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জহুরুল ইসলাম মৃত্যুজনিত কারণে শূন্য হয়। একারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০১০, বিধি ২১ মোতাবেক  ৯ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 আওয়ামীলীগ এই ইউনিয়নে দলীয় প্রার্থী না দেয়ায় নির্বাচন হচ্ছে উন্মুক্ত। ফলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নয়জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন।  তারা হলেন বর্তমান খাসরাজবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মতিয়ার রহমান- প্রতীক ঘোড়া, সাবেক সিনিয়র সহ সভাপতি জয়নুল আবেদীন - সিএনজি অটোরিক্সা, বর্তমান সহসভাপতি আব্দুস সোবহান-টেলিফোন, সহসভাপতি আছের আলী সরকার-আনারস, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম-ঢোল,  উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান- এনামুল হক-চশমা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান -টেবিল ফ্যান, আ.লীগ কর্মি আয়নাল হক- মটরসাইকেল ও হালিমা খাতুন-দুটি পাতা।

 নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবৃুল হক জানান, খাসরাজবাড়ী ইউনিয়নের উপ নির্বাচনে  সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আব্দুল জলিল ১০-০৫-২০২৩ ০৫:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com