কাজিপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেলেন এক নারী
১৫ অক্টোবর, ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন

  

কাজিপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেলেন এক নারী

আব্দুল জলিল
২৯-০৪-২০২৩ ০৯:৩৪ অপরাহ্ন
কাজিপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেলেন এক নারী

সিরাজগঞ্জের কাজিপুরে বজ্রপাতে দুইটি গরুসহ এক নারী নিহত হয়েছে। নিহত নারী নাম সীমা খাতুন(২৮) তিনি উপজেলার শুভগাছা ইউনিয়নের চরবড়বাড়ি্য়া গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। শনিবার বিকেল সাড়ে চারটায় এই ঘটনা ঘটেছে।

শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, বজ্রসহ বৃষ্টি শুরু হলে ওই মহিলা গরু আনতে ক্ষেতের মধ্যে যান। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই দুটি গরুসহ ও মহিলার শরীর ঝলসে গিয়ে মারা যান।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ স্থানীয়ভাবে দাফন করেছেন নিহত মহিলার স্বজনেরা। 


আব্দুল জলিল ২৯-০৪-২০২৩ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 500 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com