শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-০৪-২০২৩ ১১:১৩ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আব্দুল্লাহ আল হারুন রতু। তিনি খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত শামছুল হকের পুত্র। মঙ্গলবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হকের নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবক জেল হোসেন সমর্থক সাইফুল ইসলাম। প্রবীন মুরব্বী আছের আলী, কালু মন্ডল, খালেক মন্ডল, কোরবান আলী, ছোলেমান প্রমূখ।
উল্লেখ্য খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত আ.লীগ দলীয় নির্বাচিত চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুজনিত কারণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কাজিপুর উপজেলা আ.লীগ এবার দলীয় প্রার্থী না দিয়ে উন্মুক্ত নির্বাচন ঘোষণা করেছেন।
এদিকে কাজিপুর উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, নির্বাচনের জন্যে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৭ এপ্রিল, যাচাই-বাছাই ৩০ এপ্রিল আপিল ৭ মে, মনোনয়পত্র প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। এবার ভোট হবে সকাল আটটা থেকে বিকেল চারটা অবধি ইভিএম এর মাধ্যমে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com