শিরোনামঃ
![]() ২৫-০৪-২০২৩ ০৬:২৭ অপরাহ্ন |
এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। শাক সবজি চাষ করে বাড়ির পাশের অনাবাদী জমি বা ভিটা জমি অথবা অফিস আদালতের চত্তরের অব্যবহৃত জমিকে কাজে লাগানোর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের আহবান জানান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। এসময় তিনি কাজিপুরের নানা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনার গ্রহণের প্রতি জোর দেন। যমুনার চরাঞ্চলের অবস্থিত কাজিপুরের ছয়টি ইউনিয়নের বালুময় বিশাল অনাবাদী জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার উপায় খুঁজে বের করতে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার শরিফুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদার, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংবাদিক গোলাম কিবরিয়া প্রমূখ। বক্তগণ এবারের ঈদে বঙ্গবন্ধু সেতু থেকে চান্দাইকোনা অবধি কোথাও কোন যানজট না হওয়ায় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com