শিরোনামঃ
![]() ২৩-০৪-২০২৩ ০৫:০২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে একটি সুদমুক্ত প্রতিষ্ঠান আত তাহিরা ফাউন্ডেশনের উদ্যোগে এক ঈদ পূর্ণমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শেষ রমজানে সোনামুখী গ্রীনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সুধীসমাজের প্রতিনিধিগণ অংশ নেন। এতে দোয়া পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আত তাহিরা ফাউন্ডেশনের কর্ণধার এসএম সুলতান মাহমুদ। এতে অংশ নেন এই সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আলম. কোষাধ্যক্ষ নজরুল ইসলাম. সদস্য শাহিন মিয়া ও আব্দুল বারী। সভাপতির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন, আত তাহিরা ফাউন্ডেশন একটি সুদমুক্ত মুনাফা ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান। এখানে যে কেউ চাইলে আমাদের নিয়ম নীতি মেনে অর্থ প্রদানপূর্বক সদস্য হতে পারেন। এখানকার সঞ্চিত অর্থ দিয়ে আমরা এলাকার শিক্ষিত বেকারদের কর্মক্ষম করে তুলতে কাজ করে যাচ্ছি। শুধুমাত্র একটি ব্যবসা পরিচালনা করে যে মুনাফা হবে সেটাই জমিয়ে আমরা চাইলে বেকারদের জন্যে অটোভ্যান রিক্সা, গাড়ি কিনে দিতে পারি। তারা তা চালিয়ে জীবন যাপন করতে পারবে। এছাড়া পরবর্তীতে আরও নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।মূলত মানুষের উপকার করা এবং সেখান থেকে হালালভাবে উপার্জিত অর্থে এই সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে।
এসময় গ্রীনলাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পর্ষদের মিন্টু. শাহা আলম বেলালসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com